অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থনীতি সমিতির অভিনন্দন

প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

রোববার (১১ আগস্ট) অর্থনীতি সমিতির সভাপতি ও ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানায়।

সমিতি বলছে, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বিরাজমান আর্থ-সামাজিক-রাজনৈতিক বিভিন্ন সমস্যা সমাধান এবং দেশে জনকল্যাণধর্মী উন্নয়ন নিশ্চিত করতে সফল হবে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য ও বিভিন্ন সময় সমিতির কার্যনির্বাহী কমিটিতে থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ড. সালেহউদ্দিন আহমেদ সমিতির নানা কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখেছেন। সেজন্য বাংলাদেশ অর্থনীতি সমিতি তাদের কাছে কৃতজ্ঞ বলেও জানিয়েছে বিবৃতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *