বাসা থেকে অভিনেত্রী নাগিকো তোনোর পচাগলা মরদেহ উদ্ধার

বিশ্ব বিনোদন জগতে ফের শোকের ছায়া। পরপারে পাড়ি জমালেন জাপানের বহুল পরিচিত অভিনেত্রী নাগিকো তোনো। বাসা থেকে পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে তার। বৃহস্পতিবার (১৭ জুলাই) অভিনেত্রীর অফিশিয়াল ব্লগে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন অনুযায়ী, নাগিকো তোনোর প্রকৃত নাম আকিমি আওকি। গত ৩ জুলাই টোকিওর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। এক পরিচিত ব্যক্তি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি অভিনেত্রীর সঙ্গে যোগাযাগ করতে পারছিলেন না। এ অবস্থায় খোঁজ নেয়ার জন্য তার অ্যাপার্টমেন্টে যান ওই ব্যক্তি। পরে সেখানে পচা মরদেহ দেখতে পান।

আরও পড়ুনঃ পাকিস্তানী অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ জানিয়েছে, মরদেহটি এতটাই পচে গেছে যে, এটি তারই কিনা সেটি স্পষ্ট ছিল না বলে মনে হয়েছিল। এ জন্য ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শনাক্তকরণে সম্ভবত কিছুটা সময় লাগবে। তবে কোনো ধরনের খারাপ কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পুলিশ।

অভিনেত্রীর ব্লগের বিবৃতিতে বলা হয়েছে, নাগিকো তোনো তার পছন্দের বিড়ালের সঙ্গে পরিপূর্ণভাবে সময় কাটিয়েছেন। আশা করি আপনারা এই অনুভূতি বুঝতে পারবেন। এছাড়াও বলা হয়েছে, আমরা মানুষের কাছ থেকে অনেক উদ্বেগের কথা শুনেছি। তবে মৃত ব্যক্তি তার জীবদ্দশায় যে বিড়ালটি লালন-পালন করেছেন, সেটি নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এখন নিরাপদে বসবাস করছে।

সবশেষ অভিনেত্রীর প্রতি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সমর্থনের জন্য পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। বলা হয়েছে, এখন পর্যন্ত যারা আপনারা প্রিয় অভিনেত্রী নাকিগো তোনোর ‍মৃত্যুতে শোক জানিয়েছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জাপানি এ অভিনেত্রী মাত্র ছয় বছর বয়সে অভিনয়ে অভিষেক শুরু করেন। তিনি ‘সুজুরান’ ও ‘আউট এক্স ডিলাক্স’সহ অনেক টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ