কারফিউ শিথিলের পর গোপালগঞ্জে চলছে ১৪৪ ধারা

গোপালগঞ্জে কারফিউ শিথিলের পর আজ রোববার (২০ জুলাই) সকাল ৮টা থেকে ফের ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন। এদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে কোনো সভা সমাবেশ করা যাবে না বলে জানায় প্রশাসন। এক সঙ্গে একাধিক লোক ঘোরাফেরা করাতেও বিধিনিষেধ থাকছে। এখনও গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, গত বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশ-আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় হামলা ও সংঘর্ষর ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত হন।

আরও পড়ুনঃ গোপালগঞ্জে আজ রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল

এরই প্রেক্ষিতে ঘটনার দিন সন্ধ্যা থেকে গোপালগেঞ্জে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। যা পরবর্তীতে কয়েক দফা বাড়ানো হয়। সবশেষ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ বহাল থাকে। তবে রোববার জেলায় কারফিউ শিথিল করে জেলা জুড়ে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

এদিকে, সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় তিন হাজারের বেশি আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে চারটি মামলা দায়ের হয়েছে।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ