কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না: শ্রম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কারখানার মালিক আর কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করতে পারবেন না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শনিবার (১৯ জুলাই) বিকেলে সাভারের গেন্ডা বালুর মাঠে শহীদদের স্মরণে ‘জুলাই পুনর্জাগরণ’ পালন উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশ-১ এ প্রধান অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা এ কথা বলেন।

আরও পড়ুনঃ চায়ের দাম বাড়লে শ্রমিকদেরও মজুরি বাড়বে: শ্রম উপদেষ্টা

এম সাখাওয়াত হোসেন বলেন, প্রতিটি কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে। কমপক্ষে পাঁচটি করে ট্রেড ইউনিয়ন গঠন করা হবে। পরবর্তীতে সিবিএ (কালেক্টিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সঙ্গে শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করবে।

সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, বিজিএমইএ সভাপতিসহ অন্যান্য কর্মকর্তারা।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ