বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২৪ সালের জন্য ‘সাসটেইনেবল ব্যাংক’-এর স্বীকৃতি পেয়েছে এনসিসি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২৪ সালের জন্য ‘সাসটেইনেবল ব্যাংক’-এর স্বীকৃতি পেয়েছে এনসিসি ব্যাংক। এ সম্মাননায় ভূষিত হওয়ায় ব্যাংকটি তাদের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. মনিরুল আলম, সাসটেইনেবল ও উইমেনস ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মমতাজসহ প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক টেকসই আর্থিক কার্যক্রমে অবদানের জন্য ২০২৪ সালের ‘সাসটেইনেবল ব্যাংক’-এর তালিকায় শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে এনসিসি ব্যাংককে অন্তর্ভুক্ত করে। ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পাঁচটি নির্ধারিত সূচকে ধারাবাহিক সাফল্যের ফলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। এ সূচকগুলো হলো সবুজ ও টেকসই অর্থায়ন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর), পরিবেশবান্ধব প্রকল্পে পুনঃঅর্থায়ন, মূল ব্যাংকিং সূচকে টেকসই অগ্রগতি এবং সার্বিক ব্যাংকিং সেবার বিস্তৃতি।’
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ