ন্যাশনাল ইকনোমিক্স কনটেস্ট-২০২৫ এর সমাপণী অনুষ্ঠানের আয়োজন

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর ইকনোমিক্স ক্লাব এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ন্যাশনাল ইকনোমিক্স কনটেস্ট-২০২৫ এর সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুইমাসব্যাপী আয়োজিত উক্ত অনুষ্ঠানের উদ্বোধন হয়েছিল ২০ ফেব্রুয়ারি, ন্যাশনাল ইকনোমিক্স কনটেস্ট-২০২৫ এ দেশের বিভিন্ন স্বনামধন্য কলেজ, বেসরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রায় শতাধিক দল এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর ইকনোমিক্স ক্লাব কর্তৃক আয়োজিত ন্যাশনাল ইকনোমিক্স কনটেস্ট-২০২৫ এ ব্যাক ইউনিভার্সিটি, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইবিএ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা রেসিডেন্সিয়্যাল কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, নটরডেম কলেজ এবং বিএএফ শাহীন কলেজ, ঢাকা বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ের খেতাব অর্জন করে।

অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার হিসেবে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রোগ্রাম চেয়ার হিসেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর শামস রহমান, বিশেষ অতিথি হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক ও ইলেকট্রা
ইন্টারন্যাশনাল এর পরিচালক সাহিদ আহমেদ আব্দুল্লাহ, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএভিপি মো. জাকির হোসেন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম হারুনুর রশীদ-সহ অন্যান্য স্বনামধন্য শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনের জন্য সচেতন মুক্তবুদ্ধি চর্চাকারী এবং সৃজনশীল নাগরিকের প্রয়োজন।

তরুণদের মধ্যেই রয়েছে এই ধরনের নাগরিক হয়ে উঠার অপার সম্ভাবনা। পাঠ্যপুস্তকের বাহিরে এ ধরণের অনুষ্ঠান আয়োজন শিক্ষার্থীদের মধ্যে এক ধরণের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে, পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্বগুণ তৈরি করে।

তাছাড়া তিনি তার বক্তব্যে ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটি এর ইকনোমিক্স ক্লাব কর্তৃক আয়োজিত এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং এই বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।