নায়িকাদের ব্রাইডাল লুক মানেই যেন ভক্তদের জন্য বাড়তি চমক। এবার ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় মুখ অপু বিশ্বাস ও শবনম বুবলী হাজির হয়েছেন নববধূর সাজে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই সাজগোজের ছবি ইতোমধ্যে ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল বেনারসিতে নববধূর বেশে কিছু ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। গলায় ভারি গহনা, হাতে আলতা, কপালে টিকলি-সব মিলিয়ে তার লুকে ছিল চিরায়ত বাঙালিয়ানার ছোঁয়া। ছবির ক্যাপশনে অপু লেখেন, ‘যখন সংস্কৃতির সাথে পোশাকের মিলন হয়, তখন জাদু ঘটে।’
ছবিগুলোতে অপুর চোখেমুখে ছিল এক অপার সৌন্দর্য, যা প্রশংসায় ভাসিয়েছে তাঁর ভক্তদের। অনেকেই মন্তব্য করেছেন, অপু শুধু অভিনেত্রীই নন, তিনি একজন স্টাইল আইকনও।
অন্যদিকে, প্রায় একই সময়ে ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন শবনম বুবলী। তিনি বেছে নিয়েছেন অফ-হোয়াইট লেহেঙ্গা। রাজকীয় এই সাজে ছিল হালকা ঝলমলে ছাপ, দোপাট্টার নকশা এবং হীরার গয়নার ঝলক।বুবলীর গলায় বড় হীরার নেকপিস, কানে দুল, হাতে একাধিক পাথরের বালা আর বড় আকারের রিং-সব মিলিয়ে তার নববধূর সাজও নজর কেড়েছে সবার। কপালের মাঝ বরাবর টিকলি নেমে আসায় তার রূপে যুক্ত হয়েছে বাড়তি দীপ্তি।
অপু-বুবলী দুজনকেই নববধূর সাজে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। অনেকে মন্তব্য করেছেন, ‘এমন ব্রাইডাল লুক যেন রূপকথার গল্পের মতো!’
চিত্রনায়িকা হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি ফ্যাশনসচেতনতা দিয়েও তারা প্রমাণ করেছেন, স্টাইল আর সৌন্দর্য দুটোই একসঙ্গে বহন করা যায়।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ।