ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বাড়ি ও কার্যালয়ে তল্লাশি

দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ফেডারেল পুলিশ। এতে তার ওপর আইনগত চাপ আরও বাড়ল বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। 

তবে বলসোনারোর বিরুদ্ধে রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে তা থামাতে বলেছেন তার ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ব্রাজিলের পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বলসোনারোর পায়ে ইলেকট্রিক কড়া পরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে।

এ ছাড়া, বলসোনারোর ছেলে এদুয়ার্দো বলসোনারোর সঙ্গে যোগাযোগও নিষিদ্ধ করা হয়েছে। এদুয়ার্দো ব্রাজিলীয় সংসদ সদস্য। তার বিরুদ্ধে ওয়াশিংটনে থেকে বাবার পক্ষে লবিং করার অভিযোগ তোলা হয়েছে। 

বলসোনারোর প্রেস অফিস তল্লাশির বিষয়টি নিশ্চিত করলেও এর বেশি কোনো তথ্য দেয়নি। 

পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে তল্লাশি করা হয়েছে। তবে সেখানে বলসোনারোর নাম উল্লেখ করা হয়নি। 

প্রসঙ্গত, বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ