স্বপ্ন-তে মাত্র ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম!

বিশ্ব আইসক্রিম দিবস উপলক্ষে, ক্রেতাদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বপ্ন আয়োজন করেছিলো ‘আনলিমিটেড আইসক্রিম ফেস্ট’। ২০ জুলাই, দেশের ৬০০-এর বেশি আউটলেটে একযোগে শুরু হয় এই বিশেষ অফার – মাত্র ১০০ টাকায় ৩ মিনিটে যত খুশি, তত আইসক্রিম!

দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই আয়োজনে, ক্রেতারা বেছে নিয়েছেন পছন্দের যে কোনও ফ্লেভার। স্বপ্ন বিশ্বাস করে, এই ধরনের ব্যতিক্রমী আয়োজন কাস্টমারদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে।

ক্রেতাদের জন্য ভবিষ্যতেও আরও চমকপ্রদ অফার এবং অভিজ্ঞতা নিয়ে আসতে বদ্ধপরিকর স্বপ্ন।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ