দেশের শীর্ষস্থানীয় স্টিল রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক অথোরাইজড ইকোনমিক অপারেটর (এইও) হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হল-এ আয়োজিত বাংলাদেশ কাস্টমসের আধুনিকায়ন এবং কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪-২৮, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে এইও মডিউল সংযোজন এবং এক্সপোর্ট ইম্পোর্ট হাব এর উদ্বোধন অনুষ্ঠানে এই স্বীকৃতি দেওয়া হয়। জিপিএইচ ইস্পাতের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এই স্বীকৃতি লাভের মাধ্যমে জিপিএইচ ইস্পাত লিমিটেড আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা ও সাপ্লাই চেইন নিরাপত্তা মেনে চলার ক্ষেত্রে তাদের দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেছে। ফলে, শুল্ক নিষ্পত্তি প্রক্রিয়া আরও গতিশীল হবে, পরিচালন ব্যয় হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে কোম্পানির গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতা সুসংহত হবে। এর মাধ্যমে দেশের শিল্প ও উৎপাদন খাতে জিপিএইচ ইস্পাতের অগ্রণী অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা যাচ্ছে।
জিপিএইচ ইস্পাত বিশ্বের সর্বাধুনিক কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তির মাধ্যমে বিশ্বমানের রড এবং বিলেট উৎপাদন করে আসছে। দেশের অর্থনীতিতে অবদান রাখার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইস্পাতপণ্য উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ চীনে বিলেট রপ্তানি করছে, যা বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এই স্বীকৃতি দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর রপ্তানি বাণিজ্যে সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে এবং বিশ্ববাজারে বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।