জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতি ধরে রাখতে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হচ্ছে আজ থেকে। সোমবার (১৪ জুলাই) গণভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আরও পড়ুনঃ বইয়ের ওপর সেন্সর করার ইচ্ছা সরকারের নেই : সংস্কৃতি উপদেষ্টা
তিনি জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ নারায়ণগঞ্জ থেকে শুরু হচ্ছে এবং আগামী ৪ আগস্টের মধ্যে সব জেলায় এটি সম্পন্ন হবে।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ