আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি ফাঁস!

প্রায় এক বছর পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ বিশ্বকাপের আসর বসবে। তবে অনেক আগেভাগেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি ফাঁসের কথা জানিয়েছে ক্রীড়াভিত্তিক পোশাকের বিশেষজ্ঞ ওয়েব পোর্টাল ‘দ্য অপালিক’। আর এটাই আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

প্রকাশিত জার্সিতে আর্জেন্টিনার চিরাচরিত নকশায় কিছুটা পার্থক্য দেখা গেছে। যেখানে আকাশি-সাদার মিশ্রণ তো থাকছেই, একইসঙ্গে আকাশি রঙের মাঝে গাঢ় ও হালকা একাধিক প্রলেপ রয়েছে। যার শেষটা হয়েছে গাঢ় নীল দিয়ে। জার্সির সামনের অংশে তিনটি লম্বালম্বি স্ট্রাইপে তিন রকম নীলের কেন্দ্রে থাকছে আকাশি রং। বাইরের অংশটা সাদা। যাকে কেন্দ্র করে দু’দিকে গাঢ় থেকে আরও গাঢ় স্তর মিলিয়ে ভিন্ন এক নকশা তৈরি করেছে।

আরও পড়ুনঃ মেসিকে নিয়েই অভিনব পন্থায় আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

এভাবে তিন রকম নীলের এই স্ট্রাইপ আর্জেন্টিনার ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপ জয়কে ফুটিয়ে তোলার পাশাপাশি একেবারে নতুন ও আধুনিক নকশার স্বাদ দেওয়ার কথাও আলোচনায় এসেছে। অপরদিকে, ডার্ক ব্লু রঙের ‘ভি’ আকৃতির গলা এবং সেটি একইভাবে পুনরাবৃত্তি করা হয়েছে জার্সির হাতায়। সাম্প্রতিক সময়ে জার্সিতে থাকা কালো তিনটি স্ট্রাইপ থাকছে নতুন নকশাকৃত কিটের কাঁধের অংশে।

জার্সির ছবি ফাঁসকারী প্রতিষ্ঠান অপালিকের তথ্যমতে— সাদা ও আকাশি নীলের সঙ্গে এবার আধিক্য বাড়ছে নেভি ব্লু’র। জার্সির বুকের অংশে ডানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান অ্যাডিডাসের লোগো, মাঝে ফিফা ২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক লোগো এবং বামে এএফএ’র তিন তারকাখচিত শিল্ড। তিনটি লোগোই আবার সোনালী রঙের। এ ছাড়া জার্সির সঙ্গে মিলিয়ে নেভি ব্লু শর্ট ও লম্বা মোজা পরবেন ফুটবলাররা।

প্রসঙ্গত, ২০২৬ সালের জুনে পরবর্তী বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যা হবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলের অংশগ্রহণ। ফুটবলের অভিজাত এই আসরে খেলবে ৪৮টি দল। ১৯৯৮ সাল থেকে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত অংশ নিয়ে আসছিল ৩২টি দেশ। যাকে ফিফা আগামী বিশ্বকাপ থেকে আরও বর্ধিত আকারে রূপ দিচ্ছে। লাতিন অঞ্চল থেকে এবার সবার আগে টুর্নামেন্টের টিকিট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এরপর আজ জায়গা নিশ্চিত করল ব্রাজিল ও ইকুয়েডর।

এ ছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পেয়ে চমক দেখিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। এর বাইরে ২০২৬ বিশ্বকাপে উঠেছে ইরান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো খেলবে স্বাগতিক হিসেবে। এখন পর্যন্ত সবমিলিয়ে জায়গা নিশ্চিত করেছে ১০টি দেশ। এর আগে সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরে নিজেদের দীর্ঘ সাড়ে তিন দশকের খরা কাটায় স্কালোনি-মেসির আর্জেন্টিনা।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ