আর্ন্তজাতিক এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প) দিবস উপলক্ষে একটি গ্রাহক সমাবেশ এর আয়োজন করেছে এনসিসি ব্যাংক। উক্ত অনুষ্ঠানে সিএমএসএমই অর্থায়নের উপর সচেতনতামূলক কর্মশালা, উন্মুক্ত ঋণ বিতরণ, এসএমই ভিসা মাল্টি কারেন্সি ডেবিট কার্ডের মোড়ক উন্মোচন, সিএমএসএমই গ্রাহকদের জন্য “এনসিসি অলওয়েজ” অ্যাপ চালু এবং “কিউআর কোড ও চ্যাটবুট” সুবিধা চালু করা হয়।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগামস্ ডিপার্টমেন্ট এর পরিচালক নওশাদ মোস্তফা, এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম, মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মোঃ মনিরুল আলম, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগামস্ ডিপার্টমেন্ট এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মুস্তাফিজুর রহমান ও যুগ্ম পরিচালক রহিমা খাতুন, এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি এবং হেড অব সাস্টেইনেবল ও উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ, আইসিটি বিভাগের এসভিপি মোঃ সাজ্জাদুল ইসলাম, ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপ কবৃন্দসহ এসএমই উদ্যোক্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ এনসিসি ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্মে ফি কালেকশন চুক্তি
এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম বলেন দেশের মোট উৎপাদনের প্রায় ২৫ শতাংশ আসে সিএমএসএমই খাত থেকে এবং গ্রামীণ অর্থনীতির প্রধান চালিকা শক্তি এই খাত। তিনি এসএমই খাতের উন্নয়নে ফিন্যান্সিয়াল ইনক্লুশনের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়ে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগামস্ ডিপার্টমেন্ট এর পরিচালক নওশাদ মোস্তফা দেশের অর্থনীতিতে সিএমএসএমই এর গুরুত্ব তুলে ধরেন এবং এই খাতের প্রতিবন্ধকতা দূর করে সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি সিএমএসএমই খাতে অর্থায়নের ক্ষেত্রে এনসিসি ব্যাংকের প্রবৃদ্ধি ও অগ্রগতির প্রশংসা করে এই খাতে আরো বেশি বিনিয়োগ করার আহবান জানান।
ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বর্তমান প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের লক্ষে সিএমএসএমই অর্থায়নের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই সেক্টরের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এনসিসি ব্যাংক এমএসএমই গ্রাহকদের চাহিদা পূরণের জন্য কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই এসএমই গ্রাহকদের জন্য “এনসিসি কমার্শিয়াল বিল্ডিং লোন, এনসিসি কমার্শিয়াল ভেহিক্যাল লোন, এনসিসি সাপ্লাই চেইন ফাইন্যান্স এবং এনসিসি এসএমই বিজনেস একাউন্ট” নামে নতুন ৪টি বিশেষ পণ্যসেবা চালু করেছে এনসিসি ব্যাংক। আজ আর্ন্তজাতিক এমএসএমই দিবস উপলক্ষে উন্মুক্ত ঋণ বিতরণ, এসএমই ভিসা মাল্টি কারেন্সি ডেবিট কার্ডের মোড়ক উন্মোচন, সিএমএসএমই গ্রাহকদের জন্য “এনসিসি অলওয়েজ” অ্যাপ চালুর ঘোষনা এবং সিএমএসএমই গ্রাহকদের জন্য “কিউআর কোড ও চ্যাটবুট” সুবিধাসমূহ চালু করা হলো। ভবিষ্যতে সিএমএসএমই গ্রাহকদের জন্য কাস্টমাইজড পণ্য সেবা চালুর পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ