ইসলামী ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি

মেহেরপুরের বামুন্দী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় রাতের আঁধারে ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ব্যাংকে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার খুলে নিয়ে গেছে তারা।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতের কোনও একসময় দুর্বৃত্তরা ব্যাংকের পেছন দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী থানা পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানিয়েছেন, গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারে তৃতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্টে ব্যাংকের গ্রিল ও ভল্ট কেটে টাকা চুরির ঘটনার খবর পেয় পুলিশ পাঠানো হয়েছে।

ইসলামী ব্যাংক বামন্দী এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক হামিদুর রহমান কাজল জানান, সোমবার ব্যাংকের কাজ শেষ করে ৮ লাখ ১০ হাজার টাকা ব্যাংকের ভল্টে রেখে ব্যাংক বন্ধ করে কর্মকর্তরা সবাই চলে যান। আজ (৪ মার্চ) সকালে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখে জানালার গ্রিল কাটা। দ্রত ভল্টকক্ষে গিয়ে দেখে ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। সঙ্গে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার।

এ ঘটনায় আজ ব্যাংকটির সকল ধরনের কার্ষক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।