উচ্চশিক্ষায় বিশ্বসেরা শহরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)।
গত ১৫ জুলাই প্রকাশিত ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস ২০২৬’ র্যাঙ্কিংয়ের তালিকায় লন্ডনকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার সিউল শহর। তবে, এবারের তালিকায় আগেরবারের শীর্ষস্থানে থাকা লন্ডন এখন তৃতীয় স্থানে নেমে এসেছে। দ্বিতীয় স্থানে ওঠে এসেছে টোকিও। বিশ্বের সেরা ১৫০টি শহরের তালিকায় এবার ঢাকার অবস্থান ১৩৬তম। যদিও গতবারের চেয়ে পাঁচ ধাপ এগিয়েছে শহরটি। ২০২৫ সালের র্যাঙ্কিংয়ে ঢাকার অবস্থান ছিল ১৪১তম।
উচ্চশিক্ষায় বিশ্বসেরা ১০ শহর-
১. দক্ষিণ কোরিয়ার সিউল, স্কোর ১০০
২. জাপানের টোকিও স্কোর ৯৯.৯
৩. যুক্তরাজ্যের লন্ডন, স্কোর ৯৭.১
৪. জার্মানির মিউনিখ, স্কোর ৯৬.৩
৫. অস্ট্রেলিয়ার মেলবোর্ন, স্কোর ৯৫.৭
৬. অস্ট্রেলিয়ার সিডনি, স্কোর ৯৪.৭
৭. জার্মানির বার্লিন, স্কোর ৯৩.৩
৮. ফ্রান্সের প্যারিস, স্কোর ৯৩.৩
৯. সুইজারল্যান্ডের জুরিখ, স্কোর ৯১.৫
১০. অস্ট্রিয়ার ভিয়েনা, স্কোর ৯০.৮
তালিকায় এবার এশিয়ার ৪২টি শহরের নাম এসেছে। এতে ভারতের চারটি ও বাংলাদেশের একটি শহরের স্থান হলেও পাকিস্তানের কোনো শহরের জায়গা হয়নি।
বেশ কিছু মানদণ্ডের ভিত্তিতে ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র্যাঙ্কিং করা হয়। যেমন আকর্ষণীয় শহর, জীবনযাত্রার ব্যয়, বিশ্ববিদ্যালয়ের গুণমান, শিক্ষার্থীদের মধ্য বৈচিত্র্য, স্নাতক ও স্নাতকোত্তর শেষে কর্মসংস্থানের সুযোগ।