এপ্রিল ২০২৫: ডিএসইর সূচকে নতুন কোনো কোম্পানি যুক্ত হচ্ছে না

ডিএসই বাংলাদেশের ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) এবং ডিএসই এসএমই গ্রোথ ইনডেক্সের (ডিএসএমইএক্স) ২০২৫ সালের এপ্রিল মাসের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংযোজন পর্যালোচনায় নতুন কোনো সিকিউরিটিজের তালিকাভুক্তি (ডেবিউ ট্রেডিং) হয়নি।

পর্যালোচনাকালে মূল বোর্ড ও এসএমই বোর্ডে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত না হওয়ায়, এপ্রিল ২০২৫-এর জন্য ডিএসইএক্স ও ডিএসএমইএক্স সূচকের বর্তমান উপাদান তালিকায় কোনো সংযোজন হচ্ছে না।

ডিএসইর নিয়মিত প্রক্রিয়ায় সূচকের গঠন এবং কোম্পানির সংযোজন বা বাদ দেওয়ার কাজ করা হয়। তবে এবারের পর্যালোচনায় কোনো পরিবর্তন আসছে না বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ডিএসই কর্তৃপক্ষ।