এসএসসি ও দাখিল পরীক্ষা: চরফ্যাশনে কেন্দ্র পরিদর্শনে কলেজ শিক্ষক চান না অংশীজনরা

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপজেলা টিম গঠন নিয়ে বি-শৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল (৭ এপ্রিল ২০২৫) চরফ্যাশন উপজেলার কয়েকজন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্থানীয় সরকারি কলেজের ১৮জন শিক্ষকের একটি তালিকা দেন। ওই তালিকায় থাকা শিক্ষকদের চরফ্যাশন উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষার কেন্দ্রগুলোতে পরিদর্শক হিসেবে দায়িত্ব দিতে দাবি করা হয়। আর এতেই দেখা দেয় বিপত্তি।

উপজেলার একাধিক শিক্ষক ও অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিচালনায় গঠিত টিমে বিগত বছরগুলোতে উপজেলার পর্যায়ে বিভিন্ন সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করে আসছেন। এসব কর্মকর্তারা বিভিন্ন জেলার হওয়ায় স্থানীয় পর্যায়ের তাদের পরিবারের সদস্য বা কোনো আত্মীয় স্বজন থাকে না, ফলে পরীক্ষা কেন্দ্র পরিচালনায় তারা পক্ষপাতহীন দায়িত্ব পালন করেন। কিন্তু এবার একটি বিশেষ মহলের ইন্ধনে সরকারি কর্মকর্তাদের স্থলে কলেজ শিক্ষকদের পরীক্ষা পরিচালনা টিমে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়, যাদের অধিকাংশই চরফ্যাশনের স্থানীয় বাসিন্দা এবং এদের মধ্যে একাধিক শিক্ষক দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। ফলে এসব কলেজ শিক্ষকরা নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন নিয়ে স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তাছাড়া সরকারের নকলমুক্ত পরীক্ষা নেওয়ার যে উদ্যোগ রয়েছে তাও ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে, সরকারি কর্মকর্তাদের পরিবর্তে স্থানীয় কলেজ শিক্ষকদের পরীক্ষা পরিচালনায় দায়িত্ব দেওয়া হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৃষ্টি হওয়া ক্ষোভ ও অসন্তোষ এক পর্যায়ে বি-শৃঙ্খল পরিবেশে পরিণত হতে পারে বলেও মনে করছেন কেউ কেউ।

চরফ্যাশনের স্কুল শিক্ষার্থীদের এক অভিভাবক জানিয়েছেন, তারা চান শিক্ষার্থীরা নকলমুক্ত পরিবেশে এবং কোনো ধরণের বি-শৃঙ্খলা ছাড়াই সব পরীক্ষা সম্পন্ন করুক। তারা কোনো ঝামেলা চান না। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিগত দিনে যেভাবে সরকারি কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিচালনা করে আসছিলেন এবারও যেন এর ব্যত্যয় না ঘটে। এতে অসন্তোষ দেখা দিতে পারে।

এ বিষয়ে কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবকসহ একাধিক শিক্ষার্থীর অভিভাবক জানান, পরীক্ষা কেন্দ্রে তারা কোনো কলেজ শিক্ষককে মেনে নেবেন না। তারা জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রে কলেজ শিক্ষকদের দায়িত্ব দিলে বি-শৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে।

ইতোপূর্বে চরফ্যাশনে এমন নেচিবাচক দৃষ্টান্তও রয়েছে। জানা গেছে, ইতোপূর্বে (এসএসসি পরীক্ষা ২০২৪) পরীক্ষা কেন্দ্রে কলেজ শিক্ষকের প্রভাব খাটনোর ঘটনায় সংঘর্ষেও ঘটনাও ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট (টি বি) মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব খাটানোকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়, ওই ঘটনায় একজন কলেজ শিক্ষক আটকও হয়েছেন। পরবর্তীতে তৎকালীন ক্ষমতাসীন দলের এমপির তদবিরে ছাড়া পান ওই শিক্ষক।

জানা গেছে, এসএসসি ও দাখিল পর্যায়ে কেন্দ্রীয় পরীক্ষা পরিচালনায় কেন্দ্র পরিদর্শন টিমে কলেজ শিক্ষা নিযুক্তির কোনো বিধান নেই। ফলে বিধি বহির্ভুত কোনো উদ্যোগ নেওয়া হলে বি-শৃঙ্খলার আশঙ্কা করছেন শিক্ষকরা।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি’র সঙ্গে কথা বলতে তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং সরকার ওয়েব সাইটে দেওয়া তার অফিসের টেলিফোন নম্বরে কল করা হলে তাতে সংযোগ স্থাপন করা যায়নি।