দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল আগামী ৩০ অক্টোবর প্রকাশ করা হবে। আর ভর্তি কার্যক্রম চলবে আগামী ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।
আজ শনিবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা যায়।
গত শুক্রবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৭৫ হাজার ১৭ জন শিক্ষার্থী। ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা তিন হাজার ৭১৮টি। এবার প্রতি আসনের জন্য লড়ছেন ২০ জন।
কৃষি গুচ্ছ ভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।