গেল অর্থবছরে বাংলাদেশে রপ্তানি আয় প্রায় ৯ শতাংশ বেড়েছে। সেই হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পণ্য রপ্তানি করে ৪৮ বিলিয়ন ডলারেরও বেশি আয় হয়েছে। যা আগের অর্থবছরে (২০২৩-২৪) ছিল ৪৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছ।
আরও পড়ুনঃ রেমিট্যান্স-রপ্তানি আয় বাড়ায় স্বস্তিতে রিজার্ভ
ইপিবির প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে পণ্য রপ্তানিতে আয় ছিল ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এর আগের মাস মেতে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। এই মাসে রপ্তানিতে ১১ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।
সেই হিসেবে জুন মাসে কারখানাগুলোতে ঈদুল আজহার দীর্ঘ ছুটি এবং মাসের শেষে দুই দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে রপ্তানি আয় ৬ শতাংশের বেশি কমেছে। অপরদিকে ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই ২০২৪-জুন ২০২৫) জুন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে।
যদিও এপ্রিলের খানিকটা ধীরগতির পর মে মাসে গতি ফিরেছিল দেশের পণ্য রপ্তানিতে।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ