গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সদস্যপদ গ্রহণের আবেদনের প্রেক্ষিতে সকল শর্ত পূরণ করায় ২০২২ সালের ২৬ ডিসেম্বর প্রতিষ্ঠানটিকে বাজুসের প্রাথমিক সদস্যপদ প্রদান করা হয়।
কিন্তু প্রতিষ্ঠানটি বাজুসের গঠনতন্ত্রের ৪(ক) ধারা যথাযথভাবে অনুসরণ না করে নিয়ম বহির্ভূত ভাবে সোনার অলংকারের পরিবর্তে সোনার বার ও কয়েন বিক্রি করায় প্রতিষ্ঠানটির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।