ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী ও উত্তরাঞ্চল

মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা ও উত্তরাঞ্চল। আজ দুপুর নাগাদ ঢাকা এবং আশপাশের এলাকায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে উত্তরাঞ্চলে দিনভর বজায় থাকবে এই অবস্থা।

তবে মাঝারি-ঘনকুয়াশার কারণে সূর্যের তাপ না থাকায় সারাদেশ জুড়েই শীতের অনুভূতি আগের চেয়ে বাড়বে। এমনকি কুয়াশার কারণে দিনের বেলাতেও ঠান্ডা অনুভূতি বজায় থাকবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সারাদেশ জুড়ে হালকা, মাঝারি ও ঘন কুয়াশার আভাস আগে থেকেই আমরা দিয়েছি। শৈত্যপ্রবাহ নেই তবে কুয়াশার কারণেই শীতের অনুভূতি বাড়বে। এমন অবস্থা আগামী কয়েকদিন চলমান থাকতে পারে। ঢাকায় হয়ত দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক অবস্থা হবে। তবে বিকেল থেকেই শীতের অনুভূতি আরও বাড়বে। আর উত্তরাঞ্চল ঘন কুয়াশায় এখন আবৃত। সেখানে ঠান্ডার প্রকোপ আরও বেশি। আজ উত্তরাঞ্চলে সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দুপুর পর্যন্ত থাকতে পারে ঘন কুয়াশা
এছাড়া, আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাসে বলা হয়েছে, পরিবেশ প্রধানত শুষ্ক থাকলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এমন অবস্থায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে আগামী ২৫ অথবা ২৬ জানুয়ারি পর্যন্ত এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা দেশের বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তীব্র কুয়াশাবেল্টের উপস্থিতির কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের প্রায় সব এলাকায় ও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় দুপুর পর্যন্ত ও অনেক এলাকায় সারাদিন সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রাতের তাপমাত্রা বেশি হ্রাস না পেলেও দিনের তাপমাত্রা বেশ হ্রাস পাওয়ার জন্য দিনে অনেক শীত অনুভূতি হয়।

তবে, আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত দেশের উপর কুয়াশার তীব্রতা বেশি থাকতে পারে।