চিকিৎসকের ওপর হামলা : চার দাবিতে কর্মবিরতি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ধারালো অস্ত্র নিয়ে হামলা ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় জরুরি সেবার কাজ বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে চার দাবিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনিক ব্লকে সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা দেন।

চিকিৎসকদের চার দাবি:
১. অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২. ঢাকা মেডিকেলসহ সারা দেশের সব উপজেলা, জেলা, সদর বিভাগীয় হাসপাতালে আর্মিসহ অন্যান্য সিকিউরিটি ফোর্স নিয়োগ দিতে হবে।
৩. চিকিৎসকদের নিরাপত্তার প্রদানের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ বাস্তবায়ন করতে হবে। ৩১ আগস্ট ঢাকা মেডিকেল প্রশাসন আশ্বাস দিয়েও বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। এর সুষ্ঠু জবাব এবং পূর্ণ তদন্ত চাই।
৪. কার্যকর ও সময়োপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন অতিদ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *