রিয়াল মাদ্রিদের ম্যাচে জোড়া ধাক্কা খেয়েছে ব্রাজিল। তাদের দুই তারকা ফুটবলার ছিটকে গেছেন আসন্ন দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থেকে। এর মধ্যে ডিফেন্ডার এডার মিলিটাওকে অন্তত নয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ডান পায়ে এসিএল চোট পেয়েছেন এই ব্রাজিলিয়ান সেন্টারব্যাক। তারই মিনিট দশেক আগে মাংসপেশির চোটে পড়েন রদ্রিগো গোয়েস। সেই দুজনের জায়গায় ব্রাজিলের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল (শনিবার) রাতে ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে স্বাগতিক রিয়াল। যেখানে আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র হ্যাটট্রিক করেছেন। আরেকটি গোল করেন জ্যুড বেলিংহ্যাম। সেসব ছাপিয়ে রিয়াল ও ব্রাজিল চোটের কারণে অস্বস্তিতে পড়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর পৌনে ৭টায় সেলেসাওরা খেলবে উরুগুয়ের বিপক্ষে।
মিলিটাও এবং রদ্রিগো দুজনেই ব্রাজিলের আসন্ন ম্যাচ দুটির স্কোয়াডে ছিলেন। চোটে পড়ায় মিলিটাওয়ের পরিবর্তে ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লিও ওর্তিজ ও রদ্রিগোর বিকল্প হিসেবে আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে নিয়েছে সেলেসাওরা। শেষ দুটি ম্যাচ চলতি বছর শেষ করতে চাইবেন কোচ দরিভাল জুনিয়র।
গত বছরের আগস্টে মিলিটাও চোট পেয়েছিলেন বাম হাঁটুতে। সেবার বাইরে থাকতে হয়েছিল ২৩২ দিন। নেইমার জুনিয়রও মাঠের বাইরে ছিলেন এই ভয়ানক ইনজুরির কারণে। চলতি মৌসুমে এসিএল চোটে পড়া রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় মিলিটাও। একই চোটে এর আগে বাকি মৌসুমের জন্য ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল।
প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে পাঁচটি জয়, চার ম্যাচ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৭ জয়, দুটি হার ও একটি ড্র করেছে।