জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় পার্টি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি আজ এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বারিধারায় দলের কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ জাতীয় পার্টির মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ পার্টির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

জানা গেছে, দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ