টানা ৩ দিনের ছুটিতে পুঁজিবাজার

মহান মে দিবস ২০২৫ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৩ দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (১ মে) থেকে শনিবার (০৩ মে) পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) অর্থাৎ দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে।

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন, তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

মহান মে দিবস বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে জাতীয় ছুটির দিন। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।

এদিকে টানা ৩ দিন বন্ধ থাকার পর রোববার (৪ মে) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে।