ট্রাফিক আইন লঙ্ঘন, একদিনে ডিএমপির ১৬৭০ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পৃথক এসব অভিযানে ১ হাজার ৬৭০টি মামলা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১ হাজার ৬৭০টি মামলা করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে ২৫৪টি গাড়ি ডাম্পিং ছাড়াও ১৩৬টি গাড়ি রেকার করা হয়েছে।

আরও পড়ুনঃরাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৩৬২২ মামলা

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ