তিন জন বিশিষ্ট চিকিৎসকের স্মরণ সভা

রোটারিয়ান ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস (রাজশাহী ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা), অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী (চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বারডেমের ল্যাবরেটরী সায়েন্সের সাবেক পরিচালক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক)ও অধ্যাপক ডা. টিএ চৌধুরী (সর্বজনশ্রদ্ধেয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ) সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। তাঁদের বিদেহী আত্মার জন্য প্রার্থনা ও স্মরণ সভা আগামিকাল ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের দোতলায় তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান পরিচালনায় অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নিবেন অধ্যাপক সাবেরা খাতুন, অধ্যাপক সারিয়া তাসনিম, ড. হালিদা হানুম আখতার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল প্রয়াত চিকিৎসকদের পরিবারের সদস্যগণ।
অনুষ্ঠানটির আয়োজক কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। সহযোগিতায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ।