থাকা বা যাওয়ার সিদ্ধান্ত শেখ হাসিনার ওপর: ভারত

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন নাকি অন্য দেশে চলে যাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তার ওপরেই ছেড়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র দপ্তর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার ভবিষ্যত পরিকল্পনার বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া’ তার ওপর নির্ভর করছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পরিকল্পনার বিষয়ে নতুন কোনো তথ্য নেই।

তিনি বলেন, ‘তার পরিকল্পনা সম্পর্কে কথা বলা ঠিক নয়।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিকেলে এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে’ তিনি ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

ব্যাপক বিক্ষোভের মুখে ৫ আগস্ট দুপুরের দিকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর পরপরই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যার দিকে বোন রেহানাকে নিয়ে তিনি ভারতের গাজিয়াবাদের বিমানঘাঁটিতে অবতরণ করেন। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি ভারত থেকে লন্ডন চলে যাবেন। তবে যুক্তরাজ্য সরকার তাকে আশ্রয় দিতে অনাগ্রহ প্রকাশ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারও শেখ হাসিনার ভিসা বাতিল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *