ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে নতুন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যাহ্নভোজের আগে বিদায়ী হাইকমিশনার এবং পররাষ্ট্রসচিব বাংলাদেশ-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রসচিব দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য লিলির গতিশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানকে একটি বৈপ্লবিক ঘটনা হিসেবে তুলে ধরেন, যা বৈষম্যমুক্ত গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে দেশকে সংস্কারের জায়গা তৈরি করেছে।
পররাষ্ট্রসচিব অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান সংস্কারের জন্য কানাডার অব্যাহত সমর্থন চেয়েছেন।
বিদায়ী হাইকমিশনার অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করার জন্য কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশ-কানাডা সম্পর্ককে ‘বহুমুখী’ হিসেবে বর্ণনা করেন এবং আরও সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। লিলি ঢাকায় তার মেয়াদজুড়ে সমর্থনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।