ধানমন্ডিতে গলায় ফাঁস দিয়ে চিকিৎসকের ‘আত্মহত্যা’

রাজধানীর ধানমন্ডি থানার এলিফ্যান্ট রোডে আরাফাত হোসেন খান (৩৫) নামে এক হোমিওপ্যাথি চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

আরাফাত হোসেনের বাবা গোলাম হোসেন বলেন, আমার ছেলে বেশ কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিল। তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক। তাকে একমাস আগেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। আজ সকালের দিকে আমরা তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি সে লায়লনের রশি গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে আমরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা বর্তমানে ধানমন্ডি এলিফ্যান্ট রোডের ২৫৭/২ বাসায় থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ধানমন্ডি এলাকা থেকে হোমিওপ্যাথি চিকিৎসককে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।