২০২৫-২৭ মেয়াদে বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনে জয়লাভ করেছে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন জোট প্রগ্রেসিভ নীট অ্যালায়েন্স। ৩৫ টি পদের সব কটিতেই জয় পেয়েছে এই জোটের প্রার্থীরা।
শনিবার (১০ মে ২০২৫ ) নারায়ণগঞ্জের চাষাড়ায় বিকেএমইএ ভবনের ষষ্ঠ তলায় এবং রাজধানীর বাংলামোটরে বিকেএমইএ ঢাকা কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকাল পাঁচটায়। ভোট শেষে শুরু হয় গণনা।
নির্বাচনে মোট ৫৭২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৩১ জন; যা শতকরা হিসেবে ৭৫.৩৫ ভাগ। ঢাকা কেন্দ্রে ভোট পড়েছে ২৩১ টি। এর মধ্যে ১২ টি ভোট বাতিল হয়। অন্যদিকে নারায়ণগঞ্জ কেন্দ্রে ভোট পড়েছে ২০০ টি, বাতিল হয় ১১ টি ভোট। অর্থাৎ ঢাকা ও নারায়ণগঞ্জ কেন্দ্র মিলে মোট ৪০৮ টি ভোট চূড়ান্তভাবে গণনা করা হয়।
সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য নারায়ণগঞ্জ কেন্দ্রের সার্বিক দায়িত্বে ছিলেন বিকেএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সফিউল্লা চৌধুরী, নির্বাচন বোর্ডের সদস্য ওবায়দুর রহমান ও নির্বাচন আপীল বোর্ডের সদস্য মোহাম্মদ আইয়ুব এবং ঢাকা কেন্দ্রে ছিলেন বোর্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী নির্বাচন আপীল বোর্ডের সদস্য অ্যাডভোকেট আওলাদ হোসেন। ভোট গ্রহণ শেষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জ কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে ৩৫ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৩৮ প্রার্থী। এর মধ্যে ৩৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিত প্রার্থীরা হলেন – মোহাম্মদ হাতেম, বেলায়েত হোসেন রিপন, ফকির কামরুজ্জামান নাহিদ, আশিকুর রহমান, এম. ইসফাক আহসান, আহমেদ নূর ফয়সাল, আহসান খান চৌধুরী, মো. আব্দুল হান্নান, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, ইমরান কাদের তূর্য, মোহাম্মদ শামসুল আজম, গাওহার সিরাজ জামিল, আব্দুল বারেক, মো. জামাল উদ্দিন মিয়া, মো. মনিরুজ্জামান, মো. সামসুজ্জামান, মোহাম্মদ রাশেদ, ফজলে শামীম এহসান, মনসুর আহমেদ, মামুনুর রশিদ, খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ইয়াসিন, রাজীব চৌধুরী, ফওজুল ইমরান খান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ সেলিম, মিনহাজুল হক, অমল পোদ্দার, রাকিব সোবহান মিয়া, সালাহ উদ্দিন আহমেদ, নন্দ দুলার সাহা, রতন কুমার সাহা।