মিডল্যান্ড ব্যাংক পিএলসি জনসাধারণের মাঝে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনবিার (১৮ জানুয়ারি) ঢাকার গুলশানে অবস্থিত লেকশর হোটেলে মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
রববিার (১৯ জানুয়ারি) ব্যাংকটরি প্রধান জনসংযোগ কর্মকর্তা মোঃ রাশেদুল আনোয়ার স্বাক্ষরতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিডল্যান্ড ব্যাংক পিএলসি জনসাধারণের মাঝে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বিগত ২৩ জানুয়ারি, ২০১৭ ইং তারিখে নারায়নগঞ্জরে রুপগঞ্জ উপজলোধীন তারাব ইউনিয়নে এজেন্ট ব্যাংকিং সেন্টাররে আনুষ্ঠানিক উদ্ধোদনের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কাযক্রম শুরু করে। বর্তমানে দেশব্যাপি ২৯ জেলার ৭১ উপজেলায় ব্যাংকের রয়েছে ১৪০টি এজেন্ট ব্যাংকিং সেন্টার।
মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আহসান-উজ জামান এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৫ এর সভাপতিত্ব করেন।
মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালক এবং প্রান-অরএফএল গ্রুপরে সম্মানিত আহসান খান চৌধুরী এজেন্ট ব্যাংকিং সম্মেলনে উপস্থিত ছিলেন এবং মোটিভেশনাল স্পিচ প্রদান করেন।
এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৫ -এ ব্যাংকের ১৪০ টি এজেন্ট ব্যাংকিং সেন্টাররে সম্মানিত এজেন্ট এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত এজেন্ট বৃন্দের মধ্যে থেকে বেশ কয়েকজন এজেন্ট সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত এজেন্টরা এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হোসেন, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রোল আউট কমিটির সদস্য খন্দকার তৌফিক হোসেন, হেড অব ইনটারন্যাশনাল এন্ড এনআরবি ডিভিশন নাজমুল হুদা সরকার, সিটিও এন্ড হেড অব আইটি ডিভিশন মোঃ রাশেদ আকতার, হেড অব রিটেল ডিসস্ট্রিবিউশন ডিভিশন ইমরান আল হাবিব, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন। অনুষ্ঠানে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খানসহ বিভিন্ন বিভাগের প্রধানরা, শাখা প্রধানরা, এজেন্ট ব্যাংকিং সেন্টারের বিজনেস ডেভেলপমেন্ট অফিসারা উপস্থিত ছিলেন। দিনব্যাপি অনুষ্ঠিত কনফারেন্সের শুরুতে মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং’র উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণের জন্য মহান আল্লাহতালার নিকট দোয়া কামনা করা হয়।
এজেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৫ এ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন ব্যাংকের ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোঃ রাশেদুল আনোয়ার।