ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নেমেছে মানুষের। সকাল থেকে শুরু হওয়া মানুষের জনস্রোত এখনও থামেনি। দুপুর পর্যন্ত বাস, সিএনজি, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহনযোগে ঢাকা এবং আশপাশের এলাকা থেকে যে যেভাবে পেরেছেন সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন। শেষ সময়ে কর্মসূচিতে অংশ নিতে মানুষজন ভিড় করছেন মেট্রোরেলের স্টেশনগুলোতে। ফলে টিকিট পেতে তৈরি হয়েছে দীর্ঘ লাইনের।
শনিবার (১২ এপ্রিল) কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি স্টেশনেই প্রচণ্ড ভীড়। যাত্রীদের মধ্যে অধিকাংশরাই মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন। পর্যাপ্ত যাত্রীর চাপে মেট্রো কর্মীদের হিমশিম খেতে হচ্ছে।
এদিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল সোয়া ৩টার দিকে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে।
বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ।
উপস্থিত হয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জেনারেল রেজাউল করিম ও দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ-প্রতিবাদের ঢেউ উঠেছে, তখন বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ নামক এই ব্যতিক্রমধর্মী গণসমাবেশ।