আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার আগেই ঘোষণা দিয়েছিল এবার আসন্ন ঈদুল আজহার ছুটি থাকবে ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত। নতুন করে ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৩ ও ১৪ জুন সাপ্তাহিক ছুটি রয়েছে। সব মিলিয়ে এবারের ঈদে ছুটি থাকবে ১০ দিন।
শফিকুল আলম বলেন, ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করা হলেও এর পরিবর্তে আগামী ১৭ ও ২৪ মে শনিবার সরকারি চাকরিজীবিদের অফিস করতে হবে।
এ ছাড়া ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবেন বলেও জানান তিনি।
চাঁদ দেখা সাপেক্ষে জুনের ৬ বা ৭ তারিখে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
উল্লেখ্য, চলতি বছর পবিত্র ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল।