র্যানকন মোটর বাইকস লিমিটেডের পরিবেশকদের অর্থায়ন করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। সম্প্রতি র্যানকন মোটর বাইকস লিমিটেডের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।
এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান এবং র্যানকন মোটর বাইকস লিমিটেড-এর নির্বাহী পরিচালক, কাজী আশিক উর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন, আবদুল মাননান, হেড অব ডব্লিউবিডি-২, মোঃ হাবিবুর রহমান, হেড অব এসএমই ও এগ্রি ব্যাংকিং ডিভিশন, সঞ্জীব কুমার দে, হেড অব ডব্লিউবিডি-২ ইউনিট, মোঃ নোমানুর রশীদ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
র্যানকন মোটর বাইকস লিমিটেড বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের একমাত্র পরিবেশক।