লজ্জার হারের পর বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের খুব কাছে থেকেও লজ্জার হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে আরও এক দুঃসংবাদ পেয়েছে টাইগাররা।

বুধবার (৬ নভেম্বর) সিরিজের প্রথম ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তাই ব্যাট হাতে ৭ নম্বরে দেখা যায় তাকে। মুশফিকের পরিবর্তে চার ব্যাট করেছিলেন মেহেদী হাসান মিরাজ।

দলের অভিজ্ঞ এই ব্যাটারকে পরবর্তী ম্যাচে পাওয়া নিয়ে অনিশ্চয়তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, গতকাল রাতেই আমি জেনেছি। তারা সন্দেহ করছে যেহেতু ফ্র্যাকচার, সেহেতু দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত। আজকে (বৃহস্পতিবার) কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো হলেই বাকিটা জানা যাবে।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। জবাব দিতে সৌম্য সরকার এবং নাজমুল হাসান শান্তর ব্যাটে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। একটা সময় মনে হচ্ছিল বড় ব্যবধানে হারতে যাচ্ছে আফগানরা।

কিন্তু ৩০ থেকে ৩৩ এই তিন ওভারেই ম্যাচ নিজেদের করে নিয়েছেন রশিদ-গজানফররা। ১১ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে ৯২ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান।