আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে বরবাদ, দাগি, জংলি, জিন-৩ সিনেমা। মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে সিনেমাগুলোর টিজার, ট্রেলার প্রকাশ করা হচ্ছে। তবে এবার ভিন্নভাবে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা নিয়ে এক বার্তা দিলেন নায়িকা বুবলী।
‘জংলি’ ছবিটি মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে ছবিটি পোস্টার টিজার প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর দর্শকদের প্রশংসাও পেয়েছে। এবার বড় চমক দেখালেন শবনম বুবলী। লুঙ্গি পরে নিজের অভিনীত জংলি দেখতে যেতে চান তিনি।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। ছবিতে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। বসে, দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?
আজাদ খানের গল্পে জংলি ছবিটি নির্মাণ করেছেন এম. রাহিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান।
ছবির গানগুলোর কথা সুর ও সংগীত করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। ছবিটিতে সিয়াম-বুবলী ছাড়াও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।