লুব্রিক্যান্ট শিল্পে বিনিয়োগ ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন

লুব্রিক্যান্ট শিল্প সারাবিশ্বেই দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশেও এর দারুণ সম্ভাবনা ও ভবিষ্যৎ আছে। এ খাতে বিনিয়োগ ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।

সম্প্রতি রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘পেট্রোনাস লুব্রিক্যান্টস ইন্ডাস্ট্রিয়াল সেমিনার ২০২৫’- এ এসব কথা বলেন বক্তারা।

এ নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেমিনারে লুব্রিক্যান্ট শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, গবেষক এবং নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞরা লুব্রিক্যান্ট শিল্পে বাংলাদেশে অবস্থান ও এর ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করেন।

ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের ডিরেক্টর ওয়ায়েজ মাহমুদ বলেন, ‘বাংলাদেশে দ্রুত বর্ধনশীল শিল্প খাতগুলোর মধ্যে লুব্রিক্যান্ট অন্যতম। পরিবেশবান্ধব, উন্নত প্রযুক্তিনির্ভর এবং টেকসই লুব্রিক্যান্ট উৎপাদন ও ব্যবহার নিশ্চিত করতে হলে এই খাতে বিনিয়োগ ও গবেষণা বাড়ানো প্রয়োজন।’

সেমিনারে আরও কথা বলেন পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইন্ডাস্ট্রিয়াল লুব্রিক্যান্টস বিভাগের প্রধান চং ওয়েন হং এবং ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মাহবুব হাসান প্রমুখ।

সেমিনারে খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিল্প নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। এ খাতে এগিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ