শয়তান যতদিন থাকবে ততদিন অপারেশন ডেভিল হান্ট অভিযান চলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার প্রসার হয়েছে, কিন্তু শিক্ষার মান বাড়েনি। শিক্ষকদের সম্মান করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রফেসর ড. রসময় কীর্তনী।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়ার সভাপতিত্বে আরও অংশ নেন- আন্তর্জাতিক ফারাক্কা বাঁধ প্রতিরোধ কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ. ন. ম ইমরান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনসহ শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।