নারী উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ওয়েবের আয়োজনে আজ থেকে রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে শুরু হলো তিনদিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ফর উইমেন।
মেলায় স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি ইরান, পাকিস্তান ও তুরস্ক থেকে নারীর উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। সময় উপস্থিত ছিলেন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল ।
জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে শুরু হওয়া এ মেলা শেষ হবে আগামী ৮ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারনের জন্য উম্মুক্ত থাকবে।
মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গহনা ও নানা ধরনের সৃজনশীল পণ্য প্রদর্শিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তৃতায় আবদুল আউয়াল মিন্টু বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। চলতি দশকে কোনো আন্দোলনে রাজপথে নারীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়নি। মাঠে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে কলাকৌশলে সমন্বয় করাসহ, সবখানে অবদান রেখেছেন নারীরা। রাজপথে তাদের সরব অংশগ্রহণ রসদ জুগিয়েছে আন্দোলনের গতিপ্রকৃতিতে।
ওয়েট সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল বলেন , ওয়েব এই মেলার মাধ্যমে তার সিলভার জুবলি উদযাপন করতে যাচ্ছে। গত ২৫ বছরে সংগঠনটি দেশের হাজার হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করেছে। এই মেলা আয়োজনেয় মাধ্যমে নারী উদ্যোক্তাদের সাফল্য ও সম্ভাবনাকে দেশ ও বিশ্বদরবারে তুলে ধরা হচ্ছে।
ওয়েব সভাপতি বলেন, এই মেলা নারীদের আর্থিক স্বাধীনতা অর্জন এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি শুধু নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্যই নয় বরং সমাজে নারীদের অবদানকে আরও গতিশীল করবে।