সংসদ নির্বাচনের মতবিনিময়ে কুমিল্লা ও চট্টগ্রাম যাচ্ছেন সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মতবিনিময় করতে চট্টগ্রাম ও কুমিল্লায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। দুই অঞ্চলের মতবিনিময় সভায় ভোটার তালিকা হালনাগাদ নিয়েও দিক-নির্দেশনা দেবেন সিইসি।

সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলমের সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হযেছে, আগামী ৩০ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করবেন সিইসি। এতে ওই অঞ্চলের নির্বাচন কর্মকর্তারা অংশ নেবেন। সভায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেবেন তিনি।

এছাড়া ৩১ ডিসেম্বর কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে একই বিষয় নিয়ে এ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের দিক নির্দেশনা দেবেন সিইসি। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার স্টেশন ডিজাস্টার রিকভারি সিস্টেম পর্যবেক্ষণ করবেন তিনি।