সামনে একদিন ছুটি নিলেই টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। এই ছুটি কাটাতে আগামী ১৫ সেপ্টেম্বর (রবিবার) ছুটি নিতে হবে তাদের।
জানা গেছে, ইতিমধ্যে ১৫ সেপ্টেম্বর ছুটির জন্য আবেদন করেছেন অনেক সরকারি কর্মচারী। পরিবার নিয়ে সময় কাটানোর পরিকল্পনা করছেন অনেকে।
এ ছাড়া অনেকে স্বজনদের সঙ্গে দেখা করতে ফিরতে পারেন গ্রামেও।
রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা অনুসারে আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে দেশে।
বর্ষ পঞ্জিকা অনুসারে, ঈদে মিলাদুন্নবীতে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। তাই সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।
এর আগে শুক্র ও শনিবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন রবিবার অফিস খোলা।
১৬ সেপ্টেম্বর (সোমবার) ঈদে মিলাদুন্নবীর ছুটি। তাই রবিবার (১৫ সেপ্টেম্বর) ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মচারীরা।