সূচক সামান্য বাড়লেও লেনদেনে বড় পতন

টানা ৬ সপ্তাহ সূচক হারানোর পর বৃত্ত থেকে বের হয়েছে পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সামান্য বেড়েছে। তবে লেনদেনে ছিল সূচকের বিপরীত চিত্র। আলোচিত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন প্রায় ১২ শতাংশ কমে গেছে।

বিদায়ী সপ্তাহে সূচকের উর্ধমুখী ধারায় লেনদেন শুরু হয় বাজারে। সরকারের চুটি সংক্রান্ত সিদ্ধান্তের কারণে আলোচিত সপ্তাহে শনিবারও পুঁজিবাজার খোলা ছিল। এই ৬ কার্যদিবসের মধ্যে ৩ দিন মূল্যসূচক কমেছে, বাকী তিনদিন বেড়েছে। সপ্তাহের শুরুতে ডিএসইএক্স এর অবস্থান ছিল ৪ হাজার ৭৮১ দশমিক ২০ পয়েন্ট। সপ্তাহ শেষে এর অবস্থান দাঁড়ায় ৪ হাজার ৭৫৫ দশমিক ১১ পয়েন্ট, যা শুন্য দশমিক ০৯ শতাংশ বেশি।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৩২টির দাম বৃদ্ধি পায়, দর হারায় ১২৩টি। আর ৩৫টির দর ছিল অপরিবর্তিত।

ডিএসইতে আলোচিত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ২৮৬ কোটি ৯৬ লাখ টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ৩৭ কোটি ৮০ লাখ টাকা বা ১১ দশমিক ৬৪ শতাংশ কম। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩২৪ কোটি ৭৬ লাখ টাকা।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ ছিল ১২৬ কোটি ৯৭ লাখ টাকা। এসএমই প্ল্যাফরমে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৭ লাখ টাকা। তবে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) কোনো লেনদেন হয়। এ সপ্তাহে ডিএসইতে ২ কোটি ৩৩ লাখ টাকা মূল্যের সরকারি সিকিউরিটিজ (জিসেক) লেনদেন হয়েছে।