স্ত্রী ও কন্যাকে নিয়ে ৯ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, আগামী ১১ এপ্রিলে প্রধান নির্বাচন কমিশনার তার স্ত্রী ও কন্যার চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন। ৯ দিনের এই সফর শেষে আগামী ১৯ এপ্রিল তিনি দেশে ফিরবেন।
আরও জানানো হয়, এই ভ্রমণের সব খরচ প্রধান নির্বাচন কমিশনার নিজেই বহন করবেন। সিইসির সঙ্গে থাকবেন তার স্ত্রী শাহীন ফেরদৌসী, মেয়ে তাসনিমা নাসির উদ্দিন এবং তার নাতি-নাতনি জুহাইনা রিজওয়ান ও আরশান রিজওয়ান। ভ্রমণকালীন সময়ে তার অনুপস্থিতি বাংলাদেশের বাইরে গৃহীত ছুটি হিসেবে বিবেচিত হবে।