অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৩৮৯

যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৩৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

শনিবার বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার ছাড়াও একটি করে দেশীয় পাইপ গান ও দেশীয় কুড়াল উদ্ধার করা হয়।

পুলিশ সদর দফতর জানায়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে শনিবার বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত ১ হাজার ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে ৩৮৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার হয়েছে ৭৫১ জন।

প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ অপারেশন গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারাদেশে একযোগে শুরু হয়।