অবণ্টিত লভ্যাংশ জমা না দেওয়ায় ৪৪ কোম্পানিকে বিএসইসিতে তলব

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৪টি কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিবসহ পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিলের (সিএমএসএফ) অডিট প্রধানকে তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তালিকাভুক্ত এসব কোম্পানিগুলোর অবণ্টিত লভ্যাংশ সিএমএসএফে জমা না দেওয়ার কারণ জানতে তাদের সঙ্গে আলোচনায় বসতে তলব করেছে বিএসইসি।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে সিকিউরিটিজ কমিশন ভবনের মিটিং রুমে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় তাদের উপস্থিত হতে বলা হয়েছে। বিএসইসির সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ৮৫ ব্রোকারেজ হাউজকে সময়সীমা বেধে দিলো বিএসইসি

কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ (আইসিবি), এটলাস বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ, মুন্নু সিরামিক, কোহিনূর কেমিক্যালস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, কাট্টালি টেক্সটাইল, মনোস্পুল বাংলাদেশ, বারাকা পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তমিজউদ্দিন টেক্সটাইল, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, বিকন ফার্মাসিউটিক্যালস, লিবরা ইনফিউশনস, ওয়াটা কেমিক্যালস, আফতাব অটোমোবাইলস, রেকিট বেনকিজার, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, রূপালী ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, আর্গন ডেনিমস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, নাভানা সিএনজি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, সমরিতা হাসপাতাল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বঙ্গজ লিমিটেড; অ্যাপেক্স ফুটওয়্যার, ম্যাকসন স্পিনিং, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান: স্কিম টু, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ড্যাফোডিল কম্পিউটারস এবং সিএমএসএফ অডিট প্রধান মো. শোহাক খলিফা।

নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ বা রাইট শেয়ার বা চাঁদার অর্থ পরপর তিন বছর অবণ্টিত অবস্থায় পড়ে থাকলে তা পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিলে জমা দিতে হয়। ২০২১ সালের জুনে এ–সংক্রান্ত আইন করে বিএসইসি। এরপর শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন সিকিউরিটিজ পড়ে থাকা অদাবিকৃত বা অবণ্টিত লভ্যাংশ সিএমএসএফে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে বিএসইসি সূত্রে জানা যায়, আইন করার পরও অনেক প্রতিষ্ঠান অবণ্টিত লভ্যাংশের অর্থ সময়মতো তহবিলে জমা দিচ্ছে না।

এরআগে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবণ্টিত লভ্যাংশ সিএমএসএফে জমা দিতে বিলম্বের জন্য জরিমানার বিধান করা হয়েছে। গত বছরের ২২ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত আদেশ জারি করে।

আদেশে বলা হয়, তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজ যদি অবণ্টিত নগদ লভ্যাংশ তহবিলে জমা দিতে বিলম্ব করে, তবে প্রতি মাসের জন্য ২ শতাংশ হারে জরিমানা দিতে হবে। একইভাবে অবণ্টিত বোনাস লভ্যাংশ তহবিলে স্থানান্তরে প্রতি মাসের বিলম্বের জন্যও গুনতে হবে ২ শতাংশ হারে জরিমানা। তবে বোনাস লভ্যাংশের ক্ষেত্রে এ জরিমানা নির্ধারিত হবে শেয়ারের বাজারমূল্যের ওপর ভিত্তি করে।

এছাড়া বিনিয়োগকারীদের মধ্যে অবণ্টিত অধিকারমূলক শেয়ার বা রাইট শেয়ার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে থাকা বিনিয়োগকারীদের চাঁদার অর্থ সময়মতো তহবিলে স্থানান্তর না করলেও প্রতি মাসের বিলম্বের জন্য ২ শতাংশ হারে জরিমানা গুনতে হবে।

ধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ