সন্দেহাতীতভাবেই আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান। আফগান টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক দেশটির সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরও। এত বড় তারকার বিয়ে নিয়ে আগ্রহেরও কমতি নেই ভক্ত-অনুরাগীদের।
‘বিশ্বকাপ না জিতলে বিয়ে করবেন না’-বলে রশিদ খানের একটা মন্তব্য তুমুল ভাইরাল হয়েছিল। যা নিয়ে পরে কম বিব্রতকর পরিস্থিতি পড়তে হয়নি তাকে। এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে না পারলেও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল রশিদরা।
এরই মধ্যে সবাইকে অবাক করে দিয়ে শুভ কাজ সেরে ফেললেন আফগান তারকা এই লেগস্পিনার। আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমের বরাতে জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার) আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে রশিদ খান বিয়ে করেছেন।
এ ছাড়া শোনা যাচ্ছে, তার সঙ্গে তার তিন ভাই ও আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খানও বিয়ে সেরেছেন। যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
আফগান তারকা রশিদের বিয়ে বলে কথা! যেন তারার হাট বসেছিল কাবুলে। দেশটির জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই যোগ দিয়েছিলেন টি-টোয়েন্টি দলের অধিনায়কের গ্রান্ড বিয়েতে। সতীর্থ ক্রিকেটার মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি কে ছিল না! এ ছাড়াও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
পরে রশিদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) শেয়ার করে শুভকামনা জানিয়েছেন দীর্ঘদিনের সতীর্থ মোহাম্মদ নবী।