অ্যারামেক্স ঢাকার সব কর্মীর বীমা সুরক্ষা নিশ্চিত করছে গার্ডিয়ান লাইফ

সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং অ্যারামেক্স ঢাকা লিমিটেড-এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে, অ্যারামেক্স ঢাকা লিমিটেড-এর সব কর্মী এবং তাদের পরিবার গার্ডিয়ান লাইফ-এর আর্থিক সুরক্ষার ছায়ায় থাকবেন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চীফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ এবং অ্যারামেক্স ঢাকা লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মাহতাব পারভেজ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সজীব হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ বিজনেস গাজী রাফি আহমেদ শামস এবং ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড অব গ্রুপ বিজনেস ইফতেখার আহমেদ।
অ্যারামেক্স ঢাকা লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার সৈয়দ মাহতাব পারভেজ, হেড অব ফ্রেইট এমদাদুল হক এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ ইসমাইল।
বীমা খাতকে দেশের সব মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে মাইক্রো-ইন্স্যুরেন্স, ইন্স্যুরটেক, ব্যাংকাস্যুরেন্সসহ অন্যান্য উদ্ভাবনী সব বীমা ধারণা নিয়ে এসেছে গার্ডিয়ান লাইফ। ‘সবার জন্য বীমা’ –এই লক্ষ্য নিয়ে কাজ করা গার্ডিয়ান লাইফ ইতোমধ্যে দেশের ১ কোটি ২০ লক্ষেরও বেশি মানুষকে বীমা সুবিধার আওতায় এনেছে।
বর্তমানে ৪৫০টিরও বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বীমা সেবা নিশ্চিত করছে গার্ডিয়ান লাইফ। পাশাপাশি দেশজুড়ে ৪৫০টির বেশি পার্টনার হাসপাতাল থেকে গার্ডিয়ান লাইফের গ্রাহকরা পাচ্ছেন নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা। ক্যাশলেস ফেসিলিটিস এর মাধ্যমে কোন পেমেন্ট এর ঝামেলা ছাড়াই, গ্রাহকরা গার্ডিয়ান লাইফ অ্যাপ এবং ২৪/৭ হেল্পলাইনের (১৬৬২২) মাধ্যমে পার্টনার হাসপাতাল থেকে নিতে পারছে নির্বিঘ্ন স্বাস্থ্য সেবা। এছাড়াও গ্রাহকের প্রয়োজনের কথা ভেবে গার্ডিয়ান লাইফ নিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ও টেলিমেডিসিন সেবা।