আইসিবির নতুন এমডি নিরঞ্জন চন্দ্র

রাষ্ট্রীয় মালিকানার বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তে নতুন ব্যবস্থাপনা নিয়োগ দিয়েছে সরকার। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ আইসিবির নতুন এমডি হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নিরঞ্জন চন্দ্র দেবনাথের আগে আবুল হোসেন আইসিবির এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। আইসিবির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেওয়ার আগে তিনি কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।