আইসিবি ইসলামিক ব্যাংকের এমডির দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের ইডি

আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে সাময়িকভাবে দায়িত্ব পালনের জন‌্য মো. মজিবুর রহমানকে নিযুক্ত করে‌ছে কেন্দ্রীয় ব‌্যাংক। তি‌নি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি)।

গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

বাংলাদেশ ব্যাংকের প‌ক্ষে বলা হয়, আইসিবি ইসলামিক ব্যাংকের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ ও আমানতকারীদের আস্থা অক্ষুণ্ন রাখতে ব্যাংকের এমডি ও সিইওর দায়িত্ব সাময়িকভাবে পালনের জন্য ইডি মো. মজিবুর রহমানকে নিযুক্ত করা হলো।

জানা গে‌ছে, আইসিবি ইসলামিক ব্যাংকের সদ্য বিদায়ী এমডি ও সিইও মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহকে কেন্দ্রীয় ব্যাংক পুনর্নিয়োগ না দিলেও অফিস করছিলেন তিনি। গত সপ্তাহ কারওয়ান বাজারের টিকে ভবনে ব্যাংকের প্রধান কার্যালয়ে মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহকে অবরুদ্ধ করে বহিষ্কৃত ঘোষণা করেন ব্যাংকের কর্মকর্তা ও ম‌্যা‌নেজাররা। তারপরই বাংলাদেশ ব্যাংক মজিবুর রহমানকে নিযুক্ত করে।